Image Source: Pixabay

নিম বেগুন ভাজা বাঙালির অন্য়তম প্রিয় পদ।

Image Source: Pixabay

দুপুরের খাবারে ভাতের পাশে এই পদটি পেলে অনেকেই খুশি হন। দিব্য়ি অনেকটা ভাত খেয়ে ফেলেন।

Image Source: Pixabay

নিম বেগুনে জোড়া গুণ রয়েছে নিম ও বেগুনের।

Image Source: Pixabay

নিমপাতা রক্তচাপ কমানোর জন্য় উপযোগী। একই সঙ্গে এর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ রয়েছে।

Image Source: Pixabay

অন্যদিকে কচি নিমপাতা দিয়ে নিম বেগুন ভাজা অ্যাসিডিটি দূর করে।

Image Source: Pixabay

ডায়াবেটিস রোগীদের জন্যও এই পাতা ভীষণভাবে উপকারী।

Image Source: Pixabay

কোষ্ঠকাঠিন্য ও বদহজমের উপশম করে নিমপাতা।

Image Source: Pixabay

অন্যদিকে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর সবজি বেগুন।

Image Source: Pixabay

অ্যাজমার সমস্যা সারায় এই সবজি। অ্যানালজেসিক অর্থাৎ ব্যথা কমানোর গুণও রয়েছে এর।

Image Source: Pixabay

তাই মরসুম বদলের সময় পাতে রাখুন নিম বেগুন ভাজা। সপ্তাহে অন্তত একবার করে খান ও সুস্থ থাকুন।