অল্প জ্বর বা গায়ে-হাতে ব্যথা হলেই প্য়ারাসিটামন জাতীয় ওষুধ খান অনেকে



মরসুম বদলে ঠান্ডা লাগলে কিংবা সর্দি-কাশিতেও দ্রত সুরাহা পেতে এই ওষুধ খেয়ে ফেলা হয় ঝটপট



আলাদা করে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা হয় না, প্যারাসিটামল কিনতে প্রেসক্রিপশনও লাগে না, তাই সহজেই মেলে



কিন্তু মুঠো মুঠো প্যারাসিটামল খাওয়ার জন্য আসতে পারে বড় বিপদ



একটি সমীক্ষার উপর দাঁড়িয়েই এমন আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞ ও বিজ্ঞানীরা



ইঁদুরের উপর দীর্ঘ পরীক্ষা করে বিজ্ঞানীদের দাবি যকৃৎ বা লিভারের ক্ষতি করছে বেহিসেবি প্যারাসিটামল



গবেষণাপত্রে দাবি, অতিরিক্ত প্যারাসিটামলের ব্যবহারে লিভারের একটি কোষের সঙ্গে পাশের কোষের স্ট্রাকচারাল কানেকশন নষ্ট হয়েছে



বিজ্ঞানীরা জানাচ্ছেন, যখন দুটি কোষের মধ্যে Cell Wall Connections- নষ্ট হয়ে যায় তখনই যকৃতের টিস্যুর গঠন ক্ষতিগ্রস্ত হয়



প্যারাসিটামলের অতিরিক্ত ব্য়বহারে ক্ষতি মাপার জন্য এটাই নাকি প্রথম গবেষণা। এর ফলে যকৃতে যা ক্ষতি হয়- সেরকমই নাকি হেপাটাইটিস, সিরোসিস এবং ক্যানসারেও হয়



এডিনবরা বিশ্ববিদ্যালয়, অসলো বিশ্ববিদ্যালয় এবং স্কটিশ ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন সার্ভিস -এর গবেষকরা এই খোঁজ প্রকাশিত হয়েছে Scientific Reports জার্নালে