মাঝে মাঝেই প্রবল তেষ্টা পাচ্ছে ? কী সঙ্কেত দিচ্ছে শরীর ?

Published by: ABP Ananda
Image Source: pexels

শরীরকে আর্দ্র ও সুস্থ রাখতে জল পান করা খুবই জরুরি।

Image Source: pexels

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন ৩-৪ লিটার জল পান করা উচিত।

Image Source: pexels

অনেকের আবার জল পান করার পরেও বারবার তেষ্টা পায়, এটি গুরুতর সমস্যার ইঙ্গিত হতে পারে।

Image Source: pexels

এই অতিরিক্ত তৃষ্ণা পাওয়ার কারণ কী ?

Image Source: pexels

ডায়াবেটিস অতিরিক্ত তৃষ্ণা লাগার কারণ।

Image Source: pexels

যখন শরীরে শর্করার মাত্রা বেড়ে যায়, তখন কিডনি এটিকে বের করার চেষ্টা করে এবং এর ফলে শরীরে জলের অভাব হয় ও তেষ্টা বাড়ে।

Image Source: pexels

এছাড়াও ডিহাইড্রেশনের কারণে খুব বেশি তেষ্টা পায় বা বারবার তেষ্টা পায়।

Image Source: pexels

এছাড়াও বেশি নোনতা বা মশলাদার খাবার খাওয়া এবং বেশি ব্যায়াম করার কারণেও খুব তৃষ্ণা পায়।

Image Source: pexels

ঘুমের সমস্যা, যেমন স্লিপ অ্যাপনিয়ার কারণেও খুব বেশি তেষ্টা পায়।

Image Source: pexels

কিছু ওষুধ, যেমন ডিউরেটিক্স বা অ্যান্টি-ডিপ্রেসেন্টস তৃষ্ণা বাড়াতে পারে।

Image Source: pexels