যকৃত শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। লিভারের অসুখের পরিণাম খুব খারাপ হতে পারে।

যকৃতের ক্ষতি হলে তার প্রভাব সারা শরীরে পড়তে পারে। রোগ জন্মায়

ভুল খাদ্যভ্যাস ও শরীরচর্চা না করার কারণে যকৃতের প্রভূত ক্ষতি পারে। যকৃতের চর্বি জমে।

ফ্যাটি লিভার অবহেলায় ফেলে রাখতে তা সিরোসিস অফ লিভারের দিকে যেতে পারে।

ফ্যাটি লিভার হলে শরীরের এই পাঁচ জায়গা ফুলে যেতে পারে।

পায়ে ফোলাভাবকে পায়ের সমস্যা ভাবলে অনেক সময় ভুল হয়। এটা ফ্যাটি লিভারের প্রভাবও হতে পারে।

পায়ের গোছে ফোলাভাবও লিভার খারাপ হওয়ার ইঙ্গিত হলেও হতে পারে।

পেট ভরে না খেলেও পেট ফুলে থাকা ফ্যাটি লিভারের লক্ষণ হতে পারে।

আঙুলের ডগাও ফুলে যায় ফ্যাটি লিভারের প্রভাবে।

গোড়ালির ফোলা ভাবও লিভারের অসুখের লক্ষণ হতে পারে।