শরীরের সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্গ লিভার

একে যকৃত-ও বলা হয়

এর মূল কাজ শরীরে মজুত টক্সিন বের করে দেওয়া

লিভারে পাচন তন্ত্রের সব প্রক্রিয়া হয়

চলুন জেনে নেওয়া যাক, ফ্যাটি লিভারে কি গরম জল পান করা উচিত ?

ফ্যাটি লিভারে গরম জল পান করলে শারীরিক প্রক্রিয়াকে ডিটক্স করার সুবিধা হয়

এছাড়া ভাল পাচনে সাহায্য করে

লিভারের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে

সকাল সকাল গরম জলে লেবু মিশিয়ে পান করলে লিভার ভাল থাকে

লিভার স্বাস্থ্যকর রাখতে রোজ সকালে খালি পেটে লেবু জল পান করুন