জল খাবার খেতে অনেকেই পছন্দ করেন না

Published by: ABP Ananda

তবে বিশেষ কিছু উপাদান মেশালে বদলে যেতে পারে এর স্বাদ, যার মধ্যে অন্যতম তিসি

তিসির বীজ যোগ করতে পারেন স্মুদিতে

Published by: ABP Ananda

এক টেবিল চামচ তিসি বীজে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ফাইবার

ওটসের সঙ্গে মেশাতে পারেন এই বীজ

Published by: ABP Ananda

তিসির বীজ গুঁড়ো করে নিন এরপর ওই গুঁড়ো মিশিয়ে নিন ওটসের সঙ্গে

জলখাবারে দই শুধু খেতে ভাল লাগে না, তাই তার সঙ্গে মেশাতে পারেন তিসি বীজ

Published by: ABP Ananda

প্যান কেক খেতে পারেন সকালে, তার সঙ্গে তিসি বীজ মেশালে বাড়বে পুষ্টিগুণ

ব্রেকফাস্টে ডিম পাউরুটির সঙ্গে যোগ করতে পারেন তিসি, বিশেষত ওমলেটের সঙ্গে এই বীজ মেশালে মেলে পুষ্টি উপাদান

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।