সিঙাড়া তো খান, ইংরেজি জানেন ?

Published by: ABP Ananda
Image Source: Freepik

সন্ধেবেলা হলেই পেটে টান পড়ে, খিদে পায়।

Image Source: Freepik

সন্ধের টিফিনে বাঙালি মানেই চপ-মুড়ি।

Image Source: Freepik

অনেকেই আবার চা-সিঙাড়া খেতেও ভালবাসেন।

Image Source: Freepik

সিঙাড়া চাটনি দিয়ে খেতে অনেকেই পছন্দ করেন।

Image Source: Freepik

বলা ভাল, তেলেভাজার মধ্যে সিঙাড়া অনেকেরই পছন্দ।



বাংলায় একে সিঙাড়া বলা হয়, হিন্দিতে বলে সামোসা।

Image Source: Freepik

স্বাদের দিক থেকে সিঙাড়া আর সামোসা এক নয়।

Image Source: Freepik

কিন্তু সিঙাড়াকে ইংরেজিতে কী বলে জানেন কি ?

Image Source: Freepik

ইংরেজিতে সিঙাড়া বা সামোসাকে বলে Rissole।

Image Source: Freepik