Image Source: Pixabay

অনেকেই কথা বলতে বলতে আঙুলে তুড়ি মারেন। তুড়ি মেরেই কিছু বোঝাতে চান।

Image Source: wikimedia

সাধারণ ভাবে এই তুড়ি মারা কিছুটা ঔদ্ধত্যের প্রকাশ হিসেবে ধরা হয়।

Image Source: wikimedia

কারও মুখের সামনে তুড়ি মারা ক্ষেত্রবিশেষে অপমানজনক। শুধু তাই নয়, ছোটদের এমন কাজ করতে গুরুজনেরা নিষেধ করেন।

Image Source: wikimedia

তবে তুড়ি মারার পিছনে বিজ্ঞানের একটি মজাদার কাহিনিও রয়েছে।

Image Source: wikimedia

জার্নাল অব রয়াল সোসাইটি ইন্টারফেসে দেখা যায়, একটা তুড়ির মধ্য়েই রয়েছে অকল্পনীয় শক্তি।

Image Source: wikimedia

গবেষকদের কথায়, ঘর্ষণের কারণে এই শক্তি তৈরি হয়।

Image Source: wikimedia

বুড়ো আঙুল ও মধ্যমার ঘষাতেই তৈরি হয় এই বিপুল শক্তি।

Image Source: wikimedia

একজন খেলোয়াড়ের বল ছোড়ার জন্য দরকারি শক্তির থেকেও অনেকগুণ বেশি।

Image Source: Pixabay

তাও আবার মাত্র সাত মিলিসেকেন্ডে। একবার পলক ফেলতেই আমাদের এর থেকে বেশি সময় লেগে যায়।

Image Source: wikimedia

মানবশরীরে সবচেয়ে শক্তি তৈরি করে একটি তুড়ি। এটাও বিজ্ঞানীদেরই মত।

Thanks for Reading. UP NEXT

স্ট্রেস কাটাতে রোজের খাবারে রাখুন এই ৫টি জিনিস

View next story