রান্নার সময় গরম তেলে হাত পুড়েছে ?



জ্বালাও করছে খুব, দাগ থেকে যাওয়ারও ভয় ?



বেশি পুড়ে গেলে গভীর ক্ষতও তৈরি হয়।



পুড়ে গেলে কাঁচা মধু লাগালে নিমেষে জ্বালা দূর হয়।



ভিনিগার জলে মিশিয়ে তা পোড়া জায়গায় লাগালে নিরাময় হয়।



হাতের সামনে কলার খোসা থাকলেও জ্বালা কমাতে পারে।



রোজ নারকেলের তেল লাগালে পোড়ার দাগ কমে যায়।



পোড়া স্থানে লেবু লাগালেও ধীরে ধীরে দাগ দূর হয়।



আলুর খোসা অনেকেই এই কাজে ব্যবহার করে থাকেন।



ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।