Image Source: Freepik

সকালে ঘুমের ঘোরেই অনেকে মুখে ব্রাশ নেন। তার পর দাঁত মাজতে শুরু করেন।

Image Source: Freepik

কিন্তু বিপত্তি হয় পেস্ট গিলে ফেললে। আর অনেকেই ভুলবশত তা করে ফেলেন।

Image Source: Freepik

টুথপেস্ট পেটে গেলে ডায়রিয়া হওয়ার ঝুঁকি থাকে। কারণ পেটের ভাল ব্যাকটেরিয়ার উপর প্রভাব ফেলতে পারে।

Image Source: Freepik

শ্বাস নিতে অসুবিধা হতে পারে যদি গলার কাছে আটকে যায়। একই সময় মুখের মধ্যে ফেনা থাকে বলে ঝুঁকি বেশি।

Image Source: Freepik

বমি বমি ভাব আসতে পারে। বমি করে বের করে দিলে কিছুটা রেহাই পেতে পারেন।

Image Source: Freepik

বেশি পরিমাণে টুথপেস্ট পেটে গেলে হার্টের সমস্যা হওয়ারও ঝুঁকি থাকে। তবে আমরা খুব সামান্য পরিমাণেই ব্যবহার করে থাকি।

Image Source: Freepik

বমি বমি ভাব পেলে সেই মুহূর্তে জল না খাওয়াই ভাল। বরং পুরোটাই উগড়ে বের করে দিতে হবে।

Image Source: Freepik

সাবান খেয়েছেন এমনটাও মনে হতে পারে। কারণ পেস্টে ফ্লুরাইড থাকলে মুখে তার পরিমাণ বেড়ে যায়।

Image Source: Freepik

অতিরিক্ত ফ্লুরাইড শরীরে গেলে স্নায়ুর সমস্যা হওয়ার ঝুঁকি থাকে। এমনকি দুর্বলও লাগতে পারে।

Image Source: Freepik

দাঁত মাজার সময় কিছুটা সচেতন থাকলে এই সব সমস্যা এড়ানো যায়।

Thanks for Reading. UP NEXT

হাত পুড়ে গেছে ? এভাবে জ্বালা-দাগ সব দূর করুন

View next story