হাঁটা না দৌড়ানো, কোনটা বেশি উপকারি ?

Published by: ABP Ananda
Image Source: Freepik

শরীর ফিট রাখতে হাঁটা বা দৌড়ানো, দুটিই উপকারি।

Image Source: Freepik

কিন্তু কারো কারো ক্ষেত্রে দৌড়ানোতে ক্ষতির সম্ভাবনা রয়েছে।

Image Source: Freepik

এই দুটিই কার্ডিও-ব্যায়ামের মধ্যে পড়ে।

Image Source: Freepik

হাঁটার অভ্যাস থাকলে স্বাস্থ্যে সুপ্রভাব পড়ে অনায়াসে।

Image Source: Freepik

অনেকে দৌড়ানোকে বেশি গুরুত্ব দেন ফিটনেসের ক্ষেত্রে।

Image Source: Freepik

অনেক সমীক্ষায় দৌড়ানোকে হাঁটার থেকে বেশি উপকারি মানা হয়েছে।

Image Source: Freepik

এতে বেশি শক্তি, জোর দরকার হয়।

Image Source: Freepik

ফুসফুস ও হৃদযন্ত্রের উপকার হয় এতে।

Image Source: Freepik

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

Image Source: Freepik