Image Source: Freepik

ডোপামিন, এনডরফিন, অক্সিটোসিনকে হ্যাপি হরমোন বলা হয়। এটি মনের অবস্থা ভাল রাখতে সাহায্য করে।

Image Source: Freepik

এই হরমোনের অভাবে মনখারাপ, অবসাদসহ দুশ্চিন্তা বাড়তে পারে।

Image Source: Freepik

ক্লিভল্যান্ড ক্লিনিকের একটি সূত্র অনুযায়ী, শরীরের বিভিন্ন অংশে ব্যথা হতে পারে এই হরমোনের অভাবে।

Image Source: Freepik

এই হরমোন বাড়াতে হলে জীবনযাপনে কয়েকটি ছোট্ট বদল আনতে হবে। এর মধ্যে প্রথমেই থাকবে ব্য়ায়াম।

Image Source: Freepik

নিয়মিত ব্যায়াম হ্যাপি হরমোনের ক্ষরণ বাড়িয়ে দেয়। যা মানসিক ও শারীরিক সমস্যা থেকে মুক্তি দিতে পারে।

Image Source: Freepik

নিয়মিত সূর্যালোকে বেরোলে ভিটামিন ডি-এর সংশ্লেষ বাড়ে। একই সঙ্গে ডোপামিনের ক্ষরণ বাড়াতেও সাহায্য করে‌ এই অভ্যাস।

Image Source: Freepik

নিয়মিত ধ্যান করলে মন স্থির হয়। চিন্তাভাবনায় সংযম আসে। একইসঙ্গে হ্যাপি হরমোনের লেভেল বাড়ে।

Image Source: Freepik

কিছু নির্দিষ্ট খাবার হ্যাপি হরমোন ক্ষরণে সাহায্য করে। যেমন চকোলেট।

Image Source: Freepik

দই খেলে হ্যাপি হরমোনের মাত্রা বৃদ্ধি পায়।

Image Source: Freepik

বাদাম জাতীয় খাবার হরমোন লেভেল বাড়াতে সাহায্য করে।