Image Source: Freepik

মাঝরাতে যেন খিদে বেড়ে যায়। অনেকেই এই সময় টুকটাক খাবার মুখে পুরতে বসে পড়েন।

Image Source: Freepik

কিন্তু কেন মাঝরাতে খিদে পায় ? শুধুই কি রাত জাগার অভ্যাস থেকে এমন হয় ? নাহ, রয়েছে বেশ কিছু কারণ।

Image Source: Freepik

সারাদিন পর্যাপ্ত পরিমাণে না খেলে রাতে খিদে পেতে পারে। একজন প্রাপ্তবয়স্কের রোজ নির্দিষ্ট ক্যালোরি খাবার প্রয়োজন।

Image Source: Freepik

এর থেকে কম খেলে খিদে পাবেই। সারাদিন কী কাজ করতে হয়, তার ভিত্তিতে খাবার খেতে হবে।

Image Source: Freepik

অনেক সময় ঘুমের সময় পাল্টে গেলে খিদে পায়। নিয়মিত রাত জাগতে শুরু করলে এই সমস্যা দেখা দিতে পারে।

Image Source: Freepik

ব্যায়াম করেন ? ব্যায়ামে কোনও বদল হলে রাতে খিদে পেতে পারে। এই সময় শরীর বেশি ক্যালোরি চায়।

Image Source: Freepik

নাইট ইটিং সিনড্রোমও এর কারণ হতে পারে। রাতেকাজ ও সকালের দিকে বেশি ঘুমোলে হতে পারে।

Image Source: Freepik

মাঝরাতে ঘুম থেকে উঠে খাবার খেয়ে আবার শুলে শরীর খারাপ হতে পারে।

Image Source: Freepik

আবার অনেকে মাঝরাতে কিছু খেয়েই শুয়ে পড়েন। সেটাও কম বিপজ্জনক নয়।

Image Source: Freepik

এই সমস্যার সমাধান করতে হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। ঠিক কোন সমস্যা হচ্ছে তা বুঝতে হবে প্রথমে।