Image Source: Freepik

নিরামিষ খেতেই পারেন না, রোজ মাছ-মাংস-ডিম ?

Image Source: Freepik

শরীরে প্রচুর প্রোটিন জমে এর মাধ্যমে, স্বাস্থ্যকর নয়।

Image Source: Freepik

অতিরিক্ত প্রোটিনের কারণে কিডনিতে চাপ পড়ে।

Image Source: Freepik

শরীরে জলের ঘাটতিও দেখা যায় প্রোটিন আধিক্যে।

Image Source: Freepik

বেশি মাত্রায় প্রোটিন শরীরে হজমের সমস্যা তৈরি করে।

Image Source: Freepik

তাছাড়া শুধু প্রোটিন খেলে অন্যান্য পুষ্টিগুণের অভাব ঘটে।

Image Source: Freepik

ধীরে ধীরে হাড়ের জোরও কমে যেতে পারে বেশি প্রোটিনে।

ঝুঁকির বিষয়, প্রোটিন বেশি খেলে হৃদরোগের সম্ভাবনা বাড়ে।



Image Source: Freepik

বেড়ে যায় ওজনও, অতিরিক্ত প্রোটিন ফ্যাট হিসেবে জমতে পারে।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।