বেশি নারকেল কুড়িয়ে ফেলেছেন? এভাবে রেখে দিলেই বহুদিন টিকবে
Published by: ABP Ananda
Image Source: Pexels/Pixabay/Unsplash
বহু বাঙালি পদে স্বাদ বহুগুণে বাড়িয়ে দেয় নারকেল।
Image Source: Pexels/Pixabay/Unsplash
কখনও নারকেল কুড়িয়ে, কখনও নারকেলের দুধ কখনও আবার নারকেল বাটা- সবরকম ভাবেই ব্যবহার করা যায়
Image Source: Pexels/Pixabay/Unsplash
অনেকসময়েই নারকেল পরিমাণে বেশি হয়ে যায়। রেখে দিতে পারলে অন্যদিন আরও একটা পদ রান্না করা যায়।
Image Source: Pexels/Pixabay/Unsplash
এমনিতেও নারকেল বেশিদিন রাখা যায় না। যতটা সম্ভব বেশিদিন নারকেল ঠিকমতো রাখা যাবে কীভাবে?
Image Source: Pexels/Pixabay/Unsplash
ইথিলিন তৈরি করে এমন ফলের থেকে দূরে রাখতে হবে। যেমন কলা, আপেল থেকে দূরে রাখতে হবে
Image Source: Pexels/Pixabay/Unsplash
শুকনো জায়গায় রাখতে হবে নারকেল।
Image Source: Pexels/Pixabay/Unsplash
শুকনো নারকেল রান্নার নানা কাজের ব্য়বহার করা যায়। বেশিদিন টেকেও।
Image Source: Pexels/Pixabay/Unsplash
নারকেলের জল দ্রুত খেয়ে নিতে হয়। নয়তো এয়ারটাইট কোনও পাত্রে রেখে ফ্রিজে রাখতে হয়।
Image Source: Pexels/Pixabay/Unsplash
নারকেল বহুদিন জমিয়ে রাখা হয়। কিন্তু তার জন্য সম্পূর্ণ শুকনো করে নিতে হয় নারকেল। যেন কোনও আর্দ্রতা না থাকে।
Image Source: Pexels/Pixabay/Unsplash
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।