অফিসে দীর্ঘক্ষণ বসে কাজ? ক্রমেই মেদ বাড়ছে অল্পবয়সীদেরও! বর্তমানে এটা একটা ভীষণ সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

Published by: ABP Ananda
Image Source: pexels

অনেকে আবার বয়সের কারণে শরীরচর্চা করতে পারেন না। এর ফলে ক্রমেই বেড়ে যাচ্ছে মেদ!

Image Source: pexels

এই ধরণের সমস্যার সমাধান করতে পারে 'চেয়ার যোগা'। বর্তমানে এটা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

Image Source: pexels

'চেয়ার যোগা' হল এমন কিছু ব্যায়াম, যা চেয়ারে বসে সহজেই করা যায়। এর ফলে বহুরকমের সমস্যার সমাধানই হতে পারে।

Image Source: pexels

চেয়ার যোগা সঠিকভাবে করলে, যোগার সমান উপকার পাওয়া যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Image Source: pexels

চেয়ার যোগার মধ্যে থাকে মূলত কিছু স্ট্রেচিং, কিছু আসন আর এমন কিছু ব্যয়াম যা চেয়ারে বসেই করা যায়।

Image Source: pexels

চেয়ার যোগা পেশীর নমনীয়তা বাড়ায়, দীর্ঘক্ষণ বসে থাকার ক্লান্তি দূর করে।

Image Source: pexels

পিঠ, ঘাড় আর পিঠের ব্যথা কমাতে চেয়ার যোগা খুবই সাহায্য করে। যে কোনও বয়সেই করা যায় এই চেয়ার যোগা।

Image Source: pexels

কেবল শারীরিক সুস্থতা নয়, বিশেষজ্ঞরা বলছেন, চেয়ার যোগা স্ট্রেস কমাতে সাহায্য করে, কাজে মনোযোগ বাড়ায়।

Image Source: pexels

প্রায় প্রত্যেক যোগাসনকেই সামান্য পরিবর্তন করে চেয়ার যোগায় রূপান্তর করা যায়। সুফলও মেলে অনেক।

Image Source: pexels