দুই টেবিল চামচ সিয়া সিডসে আছে ১৭৯ মিলিগ্রাম ক্যালসিয়াম, রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, ফাইবার ও প্রোটিন

Published by: ABP Ananda

প্রতি একশো গ্রাম আমন্ডে আছে ২৬৪ মিলিগ্রাম ক্যালসিয়াম, সঙ্গে আছে ম্যাগনেসিয়াম, শরীরের প্রয়োজনীয় ফ্যাট এবং ভিটামিন E

Published by: ABP Ananda

এক চামচ তিলে রয়েছে ৮৮ মিলিগ্রাম ক্যালসিয়াম, এছাড়াও তামা, আয়রন সহ ম্যাগনেসিয়ামও রয়েছে

Published by: ABP Ananda

অর্ধেক কাপ টফুতে পাওয়া যায়, ৩৫০ মিলিগ্রাম ক্যালসিয়াম

Published by: ABP Ananda

সার্ডিন মাছে ৩২৫ মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায়, এই মাছের কাঁটা হাড়ের গঠনে সাহায্য করে

Published by: ABP Ananda

রান্না করা এক কাপ সবুজ শাকে ২৬৬ মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায়, পাশাপাশি রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন K

Published by: ABP Ananda

এক কাপ ডুমুরে রয়েছে ২৪১ মিলিগ্রাম ক্যালসিয়াম, প্রাকৃতিকভাবে মিষ্টি, যাতে আছে ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট

Published by: ABP Ananda

সাদা বিনসে ১৬১ মিলিগ্রাম/কাপ ক্যালসিয়াম পাওয়া যায়, এটি প্রোটিন, ফাইবারেরও উৎস

Published by: ABP Ananda

এই ধরনের রান্না কপিতে প্রতি কাপে ১৭৭ মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে, পাশাপাশি আছে ভিটামিন A ও C

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসা পদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda