গ্রিন টি মেটবলিজ়ম বাড়িয়ে ওজন কমাতে পারে

Published by: ABP Ananda

শরীরের পাশাপাশি গ্রিন টি দিয়ে তৈরি ফেস প্যাক ত্বকেরও খেয়াল রাখে

Published by: ABP Ananda

বেসন, হলুদের সঙ্গে গ্রিন টি দিয়ে তৈরি চা মিশিয়ে মুখে মেখে রেখে দিন, ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন

Published by: ABP Ananda

গ্রিন টির সঙ্গে পুদিনা পাতা পেস্ট করে তাতে মেশান মধু, মুখে মেখে ১৫ মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন

Published by: ABP Ananda

কমলালেবুর খোসার এবং মধু পেস্ট করে নিন, তাতে মেশান গ্রিন টি, মুখে মেখে কিছুক্ষণ পর স্ক্রাব করে তুলে ফেলুন

Published by: ABP Ananda

গ্রিন টি পাউডার, চালের গুঁড়োর সঙ্গে লেবুর রস মিশিয়ে নিন, মুখে মাখার পর শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন

Published by: ABP Ananda

এক চামচ মুলতানি মাটির সঙ্গে গ্রিন টি মিশিয়ে মুখে মেখে নিন, অতিরিক্ত তেল দূর করবে এই ফেস প্যাক

Published by: ABP Ananda

গ্রিন টি পাউডারের সঙ্গে লেবুর রস মিশিয়ে ফেসপ্যাক তৈরি করলে ত্বক সতেজ হয়

Published by: ABP Ananda

মধুর সঙ্গে গ্রিন টি পাউডার মিশিয়ে মাখলে ত্বক ময়শ্চারাইজ এবং হাইড্রেট হয়

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসা পদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda