ফ্রিজে রাখবেন না টম্যাটো

Published by: ABP Ananda

ফ্রিজে রাখলে টম্যাটোর গঠন নষ্ট হয়, বদলায় স্বাদ, তাই ঘরের তাপমাত্রায় রাখা যেতে পারে

Published by: ABP Ananda

ফ্রিজে নয় ঘরে রাখুন আলু

Published by: ABP Ananda

ঠান্ডা পরিবেশে আলুর স্টার্চ চিনিতে পরিণত হয়, যা শরীরের ক্ষতি করতে পারে

Published by: ABP Ananda

ফ্রিজের ঠান্ডা পেঁয়াজের কার্যকারিতা কমাতে পারে

Published by: ABP Ananda

ফ্রিজে রাখলে পেঁয়াজ কালো হয়ে যেতে পারে, তাই শুকনো কোনও জায়গায় রাখতে হবে

Published by: ABP Ananda

ফ্রিজে রাখা যাবে না রসুন

Published by: ABP Ananda

ফ্রিজে রাখলে রসুন থেকে অঙ্কুর বের হতে পারে, বদলায় স্বাদ, গন্ধ ছড়াতে পারে অন্য সবজি এবং খাবারেও

Published by: ABP Ananda

ফ্রিজে রাখবেন না পাউরুটি

Published by: ABP Ananda

ফ্রিজে রাখলে তাড়াতাড়ি শুকিয়ে এবং নষ্ট হতে পারে, তাই দীর্ঘদিন ঠিক রাখতে ফ্রিজে না রাখাই ভাল

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda