যাঁদের মাইগ্রেনের সমস্যা রয়েছে তাঁরা বেশ কিছু খাবার খেলে মস্তিষ্ক এবং রক্তনালীর উপর চাপ পড়ে

Published by: ABP Ananda

অতিরিক্ত এবং অনিয়মিত ক্যাফেইন খেলে ব্রেনে চাপ পড়ে, ফলে ব্যথা বাড়তে পারে

Published by: ABP Ananda

টক জাতীয় কোনও খবার, যেমন আচার খেলে মাইগ্রেনের আশঙ্কা বাড়ে

Published by: ABP Ananda

কৃত্রিম চিনির ব্যবহার কমাতে হবে, এতে মাইগ্রেনের সমস্যা বাড়ে

Published by: ABP Ananda

হেস্টামিন এবং টায়রামিন থাকে একাধিক অ্যালকোহলে, যা মাথাব্যথা এবং মাইগ্রেনের কারণ হতে পারে

Published by: ABP Ananda

প্রসেসড যে কোনও খাবারে যে কেমিক্যাল মেশানো হয় তা শরীরের জন্য ক্ষতিকারক

Published by: ABP Ananda

চিজ়ে থাকে টায়রামিন যা মাইগ্রেনের কারণ হতে পারে

Published by: ABP Ananda

চকোলেটে উপস্থিত ক্যাফেইন সহ একাধিক উপাদান মাইগ্রেনের কারণ হতে পারে

Published by: ABP Ananda

প্রাকৃিত অ্যাসিড যুক্ত যে কোনও লেবুর থেকে মাইগ্রেন হতে পারে

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda