ওজন কমাতে চাইলে প্রতিদিন সঠিক পরিমাণে জল খেতে হবে। তাহলে হাইড্রেটেড থাকবে শরীর।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ঠিকমতো জল খেলে খাইখাই ভাব কমে। ক্যালোরি ঝরে। বলা ভাল ক্যালোরি বার্ন করতে সঠিক পরিমাণে জল খাওয়া দরকার।

Published by: ABP Ananda
Image Source: Pexels

খাবার খাওয়ার সময় মনযোগ দিতে হবে খাবারের দিকেই। তবেই পুরোপুরি পুষ্টি পাবেন। সেই সঙ্গে পেটও ভরবে ঠিকমতো।

Published by: ABP Ananda
Image Source: Pexels

অন্যমনস্ক হয়ে খাবার খেলে, খাবার খাওয়ার সময় টিভি কিংবা মোবাইল দেখলে খাওয়া ঠিকভাবে সম্পন্ন হয় না। ফলে খাইখাই ভাব থেকেই যায়।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ওজন কমাতে চাইলে লক্ষ্যমাত্রা স্থির করে নিন। তবে সেটা বাস্তবসম্মত হওয়া জরুরি। অল্পদিনেই অনেক ওজন কমাবেন, এই চিন্তাভাবনা ছেড়ে দিন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ধীরে ধীরে ওজন কমালে সুস্থ থাকবেন আপনি। আর জানবেন এক ধাক্কায় অনেকটা ওজন কমে গেলে তা আবার একই ভাবে বেড়েও যেতে পারে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

প্রতিদিন পর্যাপ্ত ঘুম প্রয়োজন। নাহলে বাড়বে স্ট্রেস। ক্লান্ত থাকবেন আপনি। আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে আপনার ওজনও।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ওজন কমাতে ডায়েট করতে গিয়ে না খেয়ে থাকবেন না। খালি পেটে উল্টে আরও বাড়বে ওজন। স্বাস্থ্যকর খাবারে মন দেওয়া প্রয়োজন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

অতিরিক্ত তেলমশলা, চিনি, কার্বোহাইড্রেট- এগুলির পরিমাণ কমাতে হবে নিজের ডায়েট থেকে। ওজন কমাতে প্রোটিন জাতীয় খাবার খান।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ওজন কমাতে চাইলে নিয়মিত শরীরচর্চা জরুরি। কোনও অজুহাতেই ওয়ার্ক আউট বাদ দেওয়া যাবে। নাহলে শরীরে বাড়বে মেদও।

Published by: ABP Ananda
Image Source: Pexels