চিয়া সিডসের সঙ্গে চিনি বা মিষ্টি জাতীয় কোনও উপাদান মেশালে রক্তে শর্করার পরিমাণ বাড়তে পারে

Published by: ABP Ananda

তাই এক্ষেত্রে চিনির পরিবর্তে ব্যবহার করা যায় মধু, ম্যাপল সিরাপ

Published by: ABP Ananda

দুধ সহ দুগ্ধজাত পদার্থের সঙ্গে চিয়া সিডস মেশালে হতে পারে বিপত্তি

Published by: ABP Ananda

দুগ্ধজাত পদার্থের কারণে হতে পারে বদহজম, তাই জল বা দইয়ের সঙ্গে মেশানো যায়

Published by: ABP Ananda

কফি বা ক্যাফেইন জাতীয় কোনও পানীয়র সঙ্গে মিশিয়ে না পান করাই ভাল

Published by: ABP Ananda

জল শুষে নেয় চিয়া সিডস ফলে শরীরে অতিরিক্ত ক্যাফেইনের কারণে ডিহাইড্রেশন হতে পারে

Published by: ABP Ananda

চিয়া সিডস এবং সবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, ফলে প্রয়োজনের তুলনায় বেশি হলে বদহজম হতে পারে

Published by: ABP Ananda

দুটো একসঙ্গে মিশিয়ে খেলে গ্যাস, পেট ফাঁপা, পেট ব্যথা হতে পারে

Published by: ABP Ananda

অতিরিক্ত চর্বি বা ফ্যাটযুক্ত খাবারের সঙ্গে চিয়া সিডস খেলে বদহজমের আশঙ্কা থাকে

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda