বারানসি থেকে পৈঠানি ১০টি বিখ্যাত ভারতীয় সিল্ক শাড়ি অঞ্চল অনুসারে

Published by: ABP Ananda
Image Source: Pinterest/kanchipuramhandloomsilks

বেনারসি সিল্ক - উত্তর প্রদেশ

শাড়িতে সোনার জরির কাজ, কঠিন মুঘল নকশার চোখজুড়নো কাজের জন্য মূলত বিখ্যাত এই বেনারসি শাড়ি। এই শাড়ির উৎপত্তি বেনারস থেকে। বিবাহের জন্য এই শাড়িই মেয়েদের প্রথম পছন্দ

Image Source: Pinterest/etsy

কাঞ্জিভরম সিল্ক - তামিলনাড়ু

কাঞ্জিভরম শাড়ি দক্ষিণ ভারতের গর্ব। এই শাড়িগুলি মূলত উজ্জ্বল রঙ,ভারী জাতের সিল্ক দিয়ে তৈরি হয়। পাড়ে মন্দিরের ডিজাইন আর খাঁটি সোনার জরির কাজ থাকে।

Image Source: Pinterest/singhanias_hyd

পৈঠানি সিল্ক - মহারাষ্ট্র

পাঠান থেকে এই ধাঁচের বুননের উৎপত্তি বলে এই শাড়ির নাম পৈঠানি। এই শাড়িগুলোতে মূলত ময়ূর এবং পদ্মের মোটিফের কাজ করা থাকে। অতিরিক্ত রঙের ব্যবহার এবং শাড়ির সূক্ষ কাজ মনে করিয়ে দেয় পুরনো মারাঠা কারুশিল্পতে

Image Source: Pinterest/elegantfashionw

মহীশূর সিল্ক - কর্ণাটক

মহীশূর সিল্ক শাড়িগুলিতে আবার খুব সামান্য ডিজাইন থাকে। এই শাড়িগুলির বিশেষত্ব হল গাঢ় রঙ এবং উজ্জ্বল সোনার বর্ডার। খাঁটি সিল্ক আর উজ্জ্বলতার কারণে এই শাড়িগুলি খুব জনপ্রিয়

Image Source: Pinterest/shobitamdesigns

পাটৌলা সিল্ক - গুজরাত

এই শাড়ির বিশেষত্ব হল জ্যামিতিক নকশা ও উজ্জ্বল রং। এই শাড়ির বুনন এতটাই সূক্ষ যে একটি শাড়ি তৈরি করতে লেগে যায় মাসের পর মাস। এটি ভীষণ ঐতিহ্যপূর্ণ শাড়ি।

Image Source: Pinterest/Myluxurion

বালুচরি সিল্ক - পশ্চিমবঙ্গ

বাংলার এই শাড়ির বিশেষত্ব হল, শাড়ির বুননে ফুটিয়ে তোলা হবে মহাভারত বা রামায়ণের মতো মহাকাব্যের বিভিন্য দৃশ্যকে। খুব ভাল কোয়ালিটির সিল্কের সঙ্গে সঙ্গে এই শাড়ির অন্যতম বিশেষত্ব শাড়িতে বলা থাকে একটা গোটা গল্প।

Image Source: Pinterest/aditriloomsandcrafts

চান্দেরি সিল্ক - মধ্যপ্রদেশ

চান্দেরী শাড়ির বিশেষত্ব হল, এগুলিতে সুতি ও সিল্কের সুতো মেশানো থাকে। হালকা ধরণের এই শাড়ি একটু স্বচ্ছ প্রকৃতির হয়। বিভিন্ন উৎসব অনুষ্ঠানে পরার জন্য এই শাড়িকে ঐতিহ্যবাহী বলে মনে করা হয়।

Image Source: Pinterest/etsy

মুগা সিল্ক - অসম

মূলত সোনালি ও হলুদ রঙ দিয়ে তৈরি এই মুগা শাড়িকে অসমের ঐতিহ্য বলে মনে করা হয়। এই শাড়িগুলি হালকা আর গাঢ় রঙের মিশ্রণে তৈরি হয়। স্বাভাবিকভাবে উজ্জ্বল এই শাড়িগুলি ভীষণ টেঁকসই ও।

Image Source: Pinterest/iiad_design

পোচমপল্লী ইক্কত - তেলঙ্গানা

পোচমপল্লী শাড়িগুলিতে জ্যামিতিক নকশা থাকে। উজ্জ্বল সিল্ক দিয়ে তৈরি এই এই শাড়িকে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে। এই শাড়ি বোনার কৌশলের জন্যই জনপ্রিয়

Image Source: Pinterest/etsy

সম্বলপুর সিল্ক - ওড়িশা

সম্বলপুরী শাড়িগুলির গায়ে মূলত থাকে ঐতিহ্যবাহী শঙ্খ এবং চাকার মতো নকশা। বেঁধে বেঁধে এই শাড়িগুলি বোনা হয়। ওড়িশার সংস্কৃতির একটি অংশ এই শাড়ি

Image Source: Pinterest/etsy