রাগে হিতাহিত জ্ঞানশূন্য ? দপ করে মাথা গরম হলে যা-খুশি বলে দেন? রাগের মাথায় বলা কথা নিয়ে পরে আফশোস হলেও করার কিছুই থাকে না। কোনও কোনও সময় প্রতিবাদ করা দরকার, কিন্তু সেটা সঠিক শব্দ প্রয়োগ করে হয়ত আপনার রাগ করার যথেষ্ট কারণ আছে, কিন্তু এমন প্রতিক্রিয়া দিলেন যে সবাই আপনাকেই ছি ছি করল গৌরগোপাল দাসের মতে, রাগ দেখান, প্রতিক্রিয়া দিন, তবে সঙ্গে সঙ্গে নয়। গৌরগোপাল দাসের মতে, একটাই শব্দ আপনাকে ভিলেন হওয়া থেকে বাঁচাতে পারে। অপেক্ষা করুন ! সময় নিন। তারপর সঠিন শব্দচয়ন করে প্রতিক্রিয়া দিন। রাগ দেখিয়ে চিৎকার করে ফেললেন, খারাপ উক্তি করে ফেললেন, আর পরে ভাবলেন কেন বললেন? মুখ থেকে বেরিয়ে যাওয়া কথা নিয়ে আফশোস করে লাভ নেই। রাগের প্রতিক্রিয়া দেখাতে হবে ভেবে-চিন্তে। একটু অপেক্ষা করে। তাহলেই সমস্যা মিটে গেল।