কাজ করে প্রশংসা না পাওয়া, প্রিয় মানুষের খারাপ ব্যবহার আমাদের মন ভেঙে দেয়।



আমরা মাঝে মাঝেই আমাদের বিষন্নতার দায় ঠেলে দিই অন্যের উপর।



বারবার কি আপনার মন ভেঙে দিচ্ছেন কাছের মানুষরাই ? সমাধান দিচ্ছেন গৌরগোপাল দাস



গৌর গোপালের মতে, নিজের মনের রাশ অন্য কারও হাতে দেওয়াটা বোকামি।



গৌরগোপাল বলছেন, নিজের ভাল থাকার পাসওয়ার্ড নিজের কাছে গচ্ছিত রাখা দরকার।



নিজের ভাল থাকার পাসওয়ার্ড নিজের কাছে গচ্ছিত রাখা দরকার।



উল্টোদিকের মানুষটাকে তারা যেমন, তাদের মতো করেই ভালবাসতে পারা যাবে।



নিজেকে ভালবাসা স্বার্থপরতা নয়, বরং এটি অন্যকে নিঃস্বার্থভাবে ভালবাসা এবং অন্যদের সেবা করার ভিত্তি।



নিজেই নিজের খুশি হওয়ার কারণ খুঁজে নিন। কে আপনাকে প্রশংসা করল, কে দুটো ভআল কথা বলল সেদিকে তাকাবেন না।



গৌরগোপাল দাস বলেন, মনটা নিজের মতো করে গুছিয়ে নেওয়া, অন্যের মুখ চেয়ে বসে না থাকাই ভাল থাকার মন্ত্র।