দূষণ, তাপ সহ সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে চুলকে বাঁচাতে পারলে তবেই রক্ষা করা সম্ভব এক্ষেত্রে আয়রনমুক্তি জল ব্যবহার করতে হবে, সঙ্গে রাখতে হবে প্রাকৃতিক উপাদান চুলের যত্নে রুটিন মেনে ব্যবহার করা যেতে পারে অ্যাভোকাডো তেল চুলকে সতেজ রাখে এবং গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে সপ্তাহে অন্তত একবার ব্যবহার করতে পারে অ্যাভোকাডো এবং দইয়ের মাস্ক ভিটামিন B এবং বায়োটিন যুক্ত অ্যাভোকাডো চুল মজবুত করে এবং দই স্ক্যাল্পকে সজীব রাখে চুলের যত্নে ব্যবহার করা যেতে পারে হেয়ার সিরাম সামগ্রিকভাবে চুল ভাল রাখে সিরাম বাড়ির চারপাশেই পাওয়া যায় অ্যালোভেরা, যা চুলের যত্নে প্রয়োজন আমন্ড ওয়েলের সঙ্গে অ্যালোভেরা মিশিয়ে ২০ মিনিট রেখে শ্যাম্পু করে ফেলুন