আপনার আশপাশের মানুষ কি খুব আক্রমণাত্মক?



ভাল কাজ করলেও খালি আক্রমণাত্মক শব্দই ফেরত পাচ্ছেন?



হতাশা গ্রাস করছে ক্রমশ? মনে হচ্ছে ভেতরে রক্ত ঝরছে, কেউ দেখতে পাচ্ছে না ?



অফিসে বা বাড়িতে এমন পরিস্থিতির সৃষ্টি হয় যে, মাথা ঠিক রাখা যায় না।



মনে হয়, সবাই প্রতিনিয়ত পাথর ছুড়ে পারছে ।



হতাশায় ডুবে না গিয়ে, কাটিয়ে উঠুন সমস্যা।



গৌরগোপাল দাস বলছেন, এই ধরনের সমস্যায় একটাই সমাধান।



ঘুরে দাঁড়ান। নিজের প্রতিভাকে কাজে লাগান। নিজের মনটাকে এমন একটা স্তরে নিয়ে যান যেখানে কেউ ছুঁতে পারবে না।



আপনাকি নিজের মনকে এমন একটা উচ্চতায় নিয়ে যেতে হবে, যেখানে পাথর পৌঁছবেই না।



হাসুন। মনটাকে উড়তে দিন। নজর থাকুক শুধু সাফল্য আর শান্তিতে।