বর্তমান জীবনযাত্রা আর অসম খাদ্যাভ্যাসের জন্য অনেকেই বিভিন্ন শারীরিক সমস্যায় ভোগেন।

Published by: ABP Ananda
Image Source: pexels

তার মধ্যে অন্যতম হল রক্তাল্পতা। এই সমস্যা অনেক মানুষের মধ্যেই দেখা যায়।

Image Source: pexels

চিকিৎসকের কাছে গেলে অনেক সময়েই শরীরে রক্ত বাড়ানোর জন্য বিভিন্ন ওষুধপত্র দেন।

Image Source: pexels

শরীরে রক্ত বাড়ানোর জন্য অনেক চিকিৎসক ফলিক অ্যাসিড, আয়রন বা ভিটামিন বি১২-এর মতো সাপ্লিমেন্টস দেন।

Image Source: pexels

তবে আপনার হেঁশেলেই এমন বেশ কিছু জিনিস রয়েছে, যা খেলে রক্তাল্পতার সমস্য়া থেকে মুক্তি পাওয়া যাবে।

Image Source: pexels

জলে গুড় মিশিয়ে খেলে শরীরে রক্তের অভাব দূর হয়।

Image Source: pexels

গুড়ে আয়রন আর ফলিক অ্যাসিড থাকে। এর ফলে অ্যানিমিয়ার মতো সমস্যা দূর হয়।

Image Source: pexels

জাম ও ক্যাপসিকামের মতো সবজি শরীরে রক্তের পরিমাণ বাড়াতে সাহায্য় করে।

Image Source: pexels

সবুজ সবজি, বিন ও বেশ কিছু শস্য শরীরে রক্তের পরিমাণ বাড়াতে সাহায্য করে

Image Source: pexels

মাছ, মাংস ও ডিম শরীরে ভিটামিন বি১২ বাড়াতে সাহায্য করে। ফলে রক্তের সমতা বজায় থাকে

Image Source: pexels