রোজ শ্যাম্পু না করলেই আপনার চুন তেলতেলে হয়ে যায় ? কিন্তু সব সময় তো শ্যাম্পু করা সম্ভব নয়।



শ্যাম্পু একদিন না করলেও অনেকের চুল চিটচিট করে। আর ঘেমো গন্ধ বের হয়।



এই অবস্থায় হয়ত কোথায় একটা আপনাকে যেতে হবে, কী করবেন



চটচটে চুল থেকে মুক্তি পাওয়ার খুব ভাল অপশন হল ড্রাই শ্যাম্পু।



চুলের গোড়ায় স্প্রে করুন,ম্যাসাজ করে মিনিট খানেক রেখে দিন, তারপর আঁচড়ে নিন।







চট করে তেল চটচটে ভাব দূর করতে দারুণ কাজে আসে ট্যালকম পাওডার।



চুলে সিঁথি কোটে নিন। পাউডার ছিটিয়ে ম্যাসাজ করে নিন। তেলাভাব দূর হবে।



চুল থেকে তেলাভাব দূর করতে ভাল কাজ করে কর্নস্টার্চও। ব্যবহার করতে হবে বেবি পাউডারের মতোই।



এছাড়া যদি চুল একেবারেই ন্যাতানো লাগে, তাহলে একবার হেয়ার ড্রায়ার দিয়ে নিতে পারেন। ভল্যুম আসবে।



Thanks for Reading. UP NEXT

পেঁপের বীজ ফেলে দেন? কত রকম ভাবে খাওয়া যায়, জানেন?

View next story