কারও কারও আশেপাশে সবসময়ই মশারা ঘুরে বেড়ায় মশারাও কি অনুসরণ করতে পারে? ব্লাড গ্রুপ অনুযায়ী মশারা আক্রমণ করে এমন দাবিও আছে তবে সবসময় তা হয় না তথ্য অনুযায়ী, আমাদের ঘামে কিছু পদার্থ থাকে, যা মশাকে আমাদের দিকে আকৃষ্ট করে বিজ্ঞানীদের দাবি, মশারা প্রায় ১০০ ফুট দূর থেকে গন্ধ পায় ঘাম এবং CO2 এর গন্ধে মশা আকৃষ্ট হয় যার ঘাম যত বেশি হয়, মশারা বেশি ছুটে যায় সেদিকে তাই পরিষ্কার-পরিছন্ন থাকলে মশাদের এড়ানো যাবে গরমের মধ্যে মশাদের এড়াতে ফুলহাতা জামাপ্যান্ট পরতে পারেন অনেকে মশা প্রতিরোধী স্প্রে-ও ব্যবহার করে থাকেন এতে সাময়িকভাবে দূরে রাখা যায় মশাদের