Image Source: Freepik

আদা কিছুদিন খোলা আবহাওয়ায় থাকলে শুকিয়ে যায়।

Image Source: Freepik

তাই অনেকে এটি এয়ারটাইট পাত্রে রেখে ফ্রিজে রাখেন।

Image Source: Freepik

কেউ কেউ প্লাস্টিকে করে মুড়ে এয়ারটাইট করে ফ্রিজে রাখেন।

Image Source: Freepik

কিন্তু ফ্রিজে না রেখেও আদা টাটকা রাখা যায়। এর জন্য একটি ছোট্ট কায়দা করতে হবে।

Image Source: Freepik

একটি পাত্রে প্রথমে আদাগুলি রেখে দিন।

Image Source: Freepik

এবার তার উপর দিয়ে শুকনো বালি ছড়িয়ে দিন।

Image Source: Freepik

পাত্রটি ওই বালি দিয়ে ভরাট করে নিন।

Image Source: Freepik

এই অবস্থায় আদা যতদিন ইচ্ছে রেখে দিতে পারেন। মোটেই শুকিয়ে যাবে না।

Image Source: Freepik

তবে এছাড়াও অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়ে রাখতে পারেন।

Image Source: Freepik

পাশাপাশি টিস্যু পেপারে আদা মুড়ে রাখলেও সেটি অনেকদিন ভাল থাকে।