প্রবল গরম থেকে প্রবল বৃষ্টি, লোড শেডিংয়ের অন্ত নেই। আর তার সঙ্গে থেকে যায় ফ্রিজে থাকা খাবার পচে যাওয়ার আশঙ্কা। বারে বারে লোডশেডিং হলে রেফ্রিজারেটর দরজা বেশি খুলবেন না। রেফ্রিজারেটরে শাকজাতীয় তরকারি পরিষ্কার করে যেকোনো বাক্সে রাখুন, না খুলে রেখে। খাবার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকলে রেফ্রিজারেটর থেকে সরিয়ে ফ্রিজার মোডে রাখুন। ফ্রিজে রাখা দুধের প্যাকেট ভিজে তোয়ালে দিয়ে মুড়ে রাখুন। গরম খাবার ফ্রিজে তুলে রাখবেন না। ডিপ ফ্রিজ একেবারেই খুলবেন না। যতটা সম্ভব বন্ধ রাখুন। ঠান্ডা থাকবে। ফ্রিজ কতটা ভাল অবস্থায় আছে, তার উপরও নির্ভ করে অনেক কিছুই।