সামগ্রিকভাবে স্বাস্থ্যের সঙ্গে, ত্বকের খেয়াল রাখাও প্রয়োজন এবার প্রশ্ন হল, প্রতিদিনের স্কিন কেয়ার রুটিনে কোন কোন উপাদান রাখা উচিত, এক্ষেত্রে অন্যতম হতে পারে চারকোল স্ক্রাবার, মাস্ক, ফেস ওয়াশ হিসেবে চারকোল ব্যবহার করা যায়, যা মূলত অ্যাক্টিভেটেড চারকোল অ্যাক্টিভেটেড চারকোল ত্বকে টক্সিন শুষে নেয়, ফলে ত্বক ডিটক্সিফাই হয় ব্রণ যাঁদের রয়েছে তাঁরা চারকোল ব্যবহার করতে পারেন ব্ল্যাকহেডস অত্যন্ত সাধারণ সমস্যা, চারকোল মাস্ক ব্যবহার করা যায় এক্ষেত্রে ডিপ ক্লিনজারের কাজ করে চারকোল, গ্রন্থি উন্মুক্ত রাখতে সাহায্য করে চারকোল রয়েছে এমন প্রোডাক্ট ব্যবহারে মৃত কোষ দূর হয়, তাতে জেল্লা বাড়ে এবং সফট হয় কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় পদ্ধতি ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।