সম্পর্কে থাকা দুজন মানুষের মধ্যে বিবাদ হওয়া স্বাভাবিক, এমনকী তথাকথিত সুস্থ সম্পর্কেও ঝামেলা হতে পারে



তবে খেয়াল রাখতে হবে বিবাদ বা ঝগড়া মেটানোর মতো মনোভাব যেন দুজনেরই থাকে



অযথা চাপ না নিয়ে মনের মধ্যে যা চলছে তা বলে ফেলুন, কারণ কথা না বললে অনেক সময় সমস্যা হতে পারে



ঝগড়া হওয়া মানে একে অন্যকে দোষারোপ করা নয়



বরং কোনও বিষয়ে একে অন্যকে দোষারোপ করতে থাকলে হিতে বিপরীত হতে পারে



একসঙ্গে দুজনে মিলে ঝগড়া করলে কখনই সমস্যার সমাধান হবে না, তাই সঙ্গী কী বলছে তা শুনতে হবে



সমঝোতার পথ খুঁজতে হবে, কোনও বিষয় নিয়ে বিবাদ হলে এমন বিষয় দেখতে হবে যাতে দুজনের সমস্যা হবে না



রাগের মাথায় কখনই কোনও সিদ্ধান্ত নেওয়া বা কোনও কথা না বলাই ভাল



এরকম পরিস্থিতিতে কোনও সিদ্ধান্ত নিলে পরে আফশোস করতে হতে পারে, তাই যতটা সম্ভব শান্ত থাকতে হবে



কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসা পদ্ধতি ফলো করার জন্য অবশ্যই চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন