Image Source: Freepik

হাতের তালু সাধারণত গায়ের বর্ণের থেকে কিছুটা হালকা হয়।

Image Source: Freepik

তবে অনেকের হাতের তালুতে লালচে ভাব থাকে।

Image Source: Freepik

লাল ছোপের মতো গোটা তালু জুড়ে থাকে এই দাগ। কিছু ক্ষেত্রে আঙুলেও থাকে এই লালচে ভাব।

Image Source: Freepik

কেন এই দাগ হয় ? বিশেষজ্ঞদের কথায়, শারীরিক কিছু সমস্যা এর কারণ।

Image Source: Freepik

পামার এরিথমিয়া বলা হয় এই সমস্যাকে।

Image Source: উইকিমিডিয়া - Frank C. Müller

লিভারে সমস্যা দেখা দিলে তার নানা লক্ষণ ফুটে ওঠে। তালুর লালচে ভাব তার অন্যতম।

Image Source: উইকিমিডিয়া - Jmarchn

অটোইমিউন রোগ যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকলে এই সমস্যা হতে পারে।

Image Source: উইকিমিডিয়া - Jmarchn

হাতের লালচে ভাব ত্বকের রোগের ইঙ্গিত পারে।‌ প্রয়োজনে চর্মরোগের চিকিৎসক দেখাতে পারেন।

Image Source: উইকিমিডিয়া - Minor

অনেকে ঘন ঘন অ্যালার্জিতে ভোগেন। তার সঙ্গে যোগ রয়েছে হাতের লালচে ভাবের।

Image Source: উইকিমিডিয়া - Minor

কিছু বিশেষজ্ঞদের মতে, এটি রক্তে হরমোনের বদলের কারণেও হতে পারে।