ত্বকের ধরন যেমনই হোক না কেন পরিষ্কার রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ



যে কোনও ত্বকের ক্ষেত্রে সালফেট মুক্ত এবং তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে ব্যবহার করতে হবে ফোমিং ফেসওয়াশ



ধুলো ময়লা বেশি জমতে দেওয়া যাবে না, মৃত কোষ দূর করতে হবে



স্বাস্থ্যোজ্জ্বল ত্বক পেতে সপ্তাহে অন্তত দুবার স্ক্রাবার ব্যবহার করতে হবে



অ্য়ান্টিঅক্সিডেন্ট যুক্ত সিরাম ব্যবহার করতে হবে, ত্বককে শুধু হাইড্রেট করে না ক্ষতিও রোধ করে



তবে সারামুখে ব্যবহারের আগে একটা অংশে ব্যবহার করে দেখতে হবে



গরমকালেও ত্বক শুষ্ক হয়ে যায়, জলযুক্ত ময়শ্চারাইজার বা জেল ব্যবহার করতে হবে



প্রতিদিন সকালে নিয়ম মেনে মাখতে হবে ময়শ্চারাইজার



ঘরে থাকুন বা বাইরে গরমকালে দিনের বেলায় সবসময়ের সঙ্গী সানস্ক্রিন



SPF যুক্ত জেল বেস বা হালকা সানস্ক্রিন ব্যবহার করতে পারেন