সময়ের মধ্যে কাজ শুরু করা এবং শেষ করা গুণ, কিন্তু অনেক ক্ষেত্রেই তা করা সম্ভব হয় না



টাইম ম্যানেজমেন্ট করতে পারলে অনেক সমস্যার দ্রুত সমাধান হতে পারে



কী কী কাজ করতে হবে, তার একটি তালিকা দিনের শুরুতেই করে ফেলুন



ফলে কোনও কাজ ভুলে যাওয়ার আশঙ্কা কমে একইসঙ্গে লক্ষ্যে স্থির থাকাও সম্ভব হয়



কখন কোন কাজটা গুরুত্বপূর্ণ সেটা বুঝতে হবে নিজেকেই, সেই অনুযায়ী সময় নির্ধারণ করতে পারবেন



একইসঙ্গে অনেক কাজ করলে টাইম ম্যানেজ করতে সমস্যা হতে পারে, তাই যে কোনও একটা কাজে মন দিতে হবে



লক্ষ্য স্থির রাখতে হবে, তাতে সময়ের মধ্যে কাজ শেষ করা সম্ভব



দিনের শুরুতে বেছে নিতে হবে কোন কাজ আগে করবেন এবং কোনটা পরে



অনেক সময় ফোন বা সোশাল মিডিয়ার কারণে কাজে সমস্যা হতে পারে, সেদিকেও নজর দেওয়া প্রয়োজন



যে সময়ে যে কাজ করার কথা, সেই সময় সেটাই করতে হবে, তাহলে সময়ের মধ্যে কাজ শেষ করা সম্ভব হবে