Image Source: PIXABAY

গরম বাড়তেই মশার উপদ্রব শুরু।

Image Source: Wikimedia Commons

আর মশা তাড়াতে অনেকেই মশা ধূপ বা কয়েল জ্বালান।

Image Source: Wikimedia Commons

ধূপের ধোঁয়ায় নাকি মশা মরে যায়।

Image Source: Wikimedia Commons

জানেন মশার ধূপের ধোঁয়া ১০০ সিগারেটের মত ক্ষতিকর।

Image Source: Pixabay

মশার ধূপের মধ্যে থাকে পাইরেথ্রিন কীটনাশক।

Image Source: Wikimedia Commons

থাকে ডিডিটি, কার্বন ও ফসফরাসের মত ক্ষতিকর উপাদান।

Image Source: Freepik

সারারাত মশা ধূপ জ্বালালে শ্বাসকষ্ট হতে পারে।

Image Source: Wikimedia Commons

কার্বন মনোক্সাইড গ্যাস উৎপন্ন হলে তা মারাত্মক প্রভাব ফেলে।

Image Source: Freepik

অনেক সময় চোখ জ্বালা করে এই কয়েলের ধোঁয়ায়।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।