নারকেল তেলের সঙ্গে শিয়া বাটার এবং সূর্যমুখী তেল মিশিয়ে তৈরি করতে পারেন সানস্ক্রিন



তবে এই সানস্ক্রিন মুখে ব্যবহারের আগে অবশ্যই ত্বকের অন্য কোনও অংশে সামান্য ব্যবহার করে পরীক্ষা করতে হবে



অ্যালোভেরা থেকে জেল বের করে তাতে নারকেল তেল মিশিয়ে তৈরি করে নিতে পারেন সানস্ক্রিন



অ্যালোভেরায় ত্বক নরম এবং উজ্জ্বল হয়, পাশাপাশি ত্বকও রোদের তেজ থেকে রক্ষা করে



অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করে অলিভ ওয়েল



বিশেষত যাঁদের শুষ্ক ত্বক তাঁদের জন্য অলিভ ওয়েল কার্যকরী হতে পারে



হলুদ এবং অ্যালোভেরা জেল মিশিয়ে নিন, এরপর ওই মিশ্রণ ফ্রিজে রেখে দিন



এবার ওই বরফের টুকরো মুখে মাখতে হবে



গাজর, আমন্ড ওয়েল এবং শিয়া বাটার ভাল করে মিশিয়ে নিন



এবার ওই মিশ্রণ মুখে ব্যবহার করতে পারেন, রোদের বিরুদ্ধে কার্যকরী



ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।



Thanks for Reading. UP NEXT

কেন নিয়মিত সাইক্লিং করা জরুরি?

View next story