গরম পড়তেই ত্বকের একের পর এক সমস্যা শুরু, বাড়ছে ব্রণও মুখ পরিষ্কার রাখা বাধ্যতামূলক, অতিরিক্ত তেল দূর করতে ব্যবহার করা যায়া ফোমিং ফেসওয়াশ পান করতে হবে পর্যাপ্ত পরিমাণ জল, যা ত্বকের উন্মুক্ত গ্রন্থি বন্ধ করে ত্বক থেকে তেল নির্মূল করতে এবং পরিষ্কার করতে দুবেলা জেল বেসড ক্লিনজার ব্যবহার করতে হবে ব্রণর সমস্যা বাড়ে সূর্যের অতিবেগুনি রশ্মিতে, তাই অবশ্যই ব্যবহার করতে হবে সানস্ক্রিন মেক আপ বেশি করা যাবে না, তেল ছাড়া, হালকা মেক আপ করতে হবে, রাতে ঘুমানোর আগে অবশ্যই তুলতে হবে মেক আপ বাইরে থেকে ঘুরে এলে স্নান করা বাধ্যতামূলক গরমকালে হালকা সুতির জামা পরতে হবে, যাতে ত্বকের কোনও সমস্যা না হয় কম তেলে রান্না করা খাবার খেতে হবে, রাখতে হবে বেশি পরিমাণে ফল, সবজি হাতে থাকে সবথেকে বেশি নোংরা, তাই বারবার মুখে হাত দেওয়া যাবে না কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় পদ্ধতি ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।