স্নান করার সময় নিয়ে নানা মুনির নানা মত এক দল বলেন, সকাল সকাল স্নান সেরে নেওয়াই শরীরের জন্য ভাল

আবার এক দলের মত হলো, হাতের সমস্ত কাজ সেরে
একবারে শেষে স্নান করা, তা সে যত রাতই হোক, তার পেছনেও যুক্তি আছে


এবার যদি পরিচ্ছন্নতার কথাই বলতে হয়, তা হলে বলতেই হবে রাতে স্নান করা ভাল, কারণ, বাইরে ঘোরাঘুরি করার ফলে গায়ে নোংরা জমে, সহজেই পরিষ্কার হয়ে যায় স্নানে

সারা রাত শরীরে জমে ত্বকে সংক্রমণের সুযোগ কমে

তবে, যাদের শারীরিক কোনো সমস্যা আছে, তাদের জন্য খুব সকাল বা অনেক রাতে স্নান করতে সাধারণত বারণই করা হয়

কারণ, রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হলে সে ক্ষেত্রে চট করে বিপদে পড়ার আশঙ্কা থেকেই যায়

তাই চিকিৎসকের পরামর্শ মেনেই প্রয়োজনে স্নানের সময় বেছে নিন

ডিসক্লেমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে কোনও তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন