চুলে বিভিন্ন প্রোডাক্ট ব্যবহারেও মিলছে না ফল? হাতের কাছেই রয়েছে সমাধান



ফ্যাটি অ্যাসিডে ভরপুর নারকেল তেল, চুলের গোড়া পর্যন্ত পৌঁছে চুল থেকে প্রোটিন বেরিয়ে যাওয়া রোধ করে



প্রতিদিন স্নানের আগে অ্যালোভেরা জেল মেখে চুল ধুয়ে ফেললে প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করে



ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যুক্ত ক্যাস্টর ওয়েল স্ক্যাল্পে রক্ত সঞ্চালন ক্ষমতা বাড়িয়ে চুল বৃদ্ধিতে সাহায্য় করে



পেঁয়াজের রস স্ক্যাল্পে মাখা যেতে পারে, তাতে চুল গজাবে দ্রুত



টি ট্রি ওয়েলে আছে অ্যান্টিব্যাক্টেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল উপাদান, যা গোড়া থেকে চুলকে মজবুত করে



পিপারমেন্ট তেলে রক্ত সঞ্চালন বজায় রাখে ফলে দ্রুত চুল গজায়



ভিটামিন E-তে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা স্ক্যাল্পকে ভাল রাখে



কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় পদ্ধতি ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।