দারচিনি মেশানো চা একটি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর পানীয়। বিভিন্ন ধরনের অক্সিডেটিভ ড্যামেজ এবং ক্ষতিকারক রোগ রুখে দেওয়ার ক্ষমতা রয়েছে দারচিনি চায়ের মধ্যে। অ্যান্টি-ইনফ্লেমেটরি উপকরণ রয়েছে দারচিনির মধ্যে। তার ফলে এই মশলা মেশানো চা খেলে বিভিন্ন উপকার পাবেন আপনি। প্রদাহজনিত সমস্যা কমায় দারচিনি যুক্ত চা। মূলত আমাদের হাড়, পেশী এবং টিস্যুতে হওয়া প্রদাহজনিত সমস্যা কমায় এই বিশেষ চা। দারচিনি মেশানো চা ওজন কমাতে সাহায্য করে। তাই যাঁরা ওজন কমানোর জন্য কড়া ডায়েট করছেন, তাঁরা এই চা খেতে পারেন। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ দারচিনি চা আমাদের শরীর থেকে যাবতীয় দূষিত পদার্থ বের করে আনতে অর্থাৎ বডি ডিটক্সের ক্ষেত্রেও সাহায্য করে। মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে এবং সুদৃঢ় করতে দারচিনি চায়ের জুড়ি মেলা ভার। দারচিনির মধ্যে থাকা বেশ কিছু উপকরণ ব্যাকটেরিয়া, ফাঙ্গি এইসবের সঙ্গে জোরদার লড়াই করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। দারচিনি মিশিয়ে চা তৈরি করলে সেই চা আপনি দুধ ছাড়াও খেতে পারেন। স্বাদের জন্য দারচিনি মেশানো চায়ের মধ্যে কয়েক ফোঁটা পাতিলেবুর রস মিশিয়ে নিতে পারেন।