দিনভর ব্যস্ততার মাঝে সবথেকে বেশি অবহেলা করা হয় নিজেকে, এমনকী সময়মতো শ্যাম্পুও করা যায় না



এক্ষেত্রে চটজলদি সমাধান ড্রাই শ্যাম্পু, তবে এই শ্যাম্পু ব্যবহার কতটা লাভ না ক্ষতি? তা নিয়েও রয়েছে প্রশ্ন



২ থেকে ৩ স্প্রে ড্রাই শ্যাম্পু ব্যবহার করলেই চুল থেকে তেলতেলে ভাব হবে দূর



এই শ্যাম্পু ব্যবহারে সময় কম লাগে, দিনভর কাজের পর সামান্য ড্রাই শ্যাম্পু ব্যবহারে চুল আবার হবে ঝলমলে



ড্রাই শ্যাম্পু ব্যবহার করলে সঙ্গে সঙ্গে চুলের পরিমাণ বেড়েছে বলে মনে হয়



যাঁদের একটুতেই ঠান্ডা লেগে যায়, তাঁদের জন্য উপকারী ড্রাই শ্যাম্পু, কারণ এতে দীর্ঘক্ষণ চুলে ভিজে থাকার আশঙ্কা নেই



তবে ড্রাই শ্যাম্পু ব্যবহারে কিছু খারাপ দিকও আছে



ড্রাই শ্যাম্পু স্ক্যাল্প পরিষ্কার করে না, ফলে নোংরা থেকে যায়, যার থেকে খুসকিও হতে পারে



অতিরিক্ত ড্রাই শ্যাম্পু ব্যবহারে চুল হয়ে যায় রুক্ষ



কেমিক্যাল যুক্ত ড্রাই শ্যাম্পু স্ক্যাল্পের ক্ষতি করতে পারে