প্রেমিক হোক বা প্রেমিকা সম্পর্ক মজবুত করতে সঙ্গীর সঙ্গে সবকিছু ভাগ করে নেওয়া উচিত



কিন্তু কতটা বলা উচিত, বা কী কী বিষয় বলতে হবে আর কী নয়, তাও জানা প্রয়োজন



সম্পর্কে থাকে মানে নিজস্বতা হারিয়ে ফেলা নয়, সঙ্গীর সঙ্গে কখনই পাসওয়ার্ড শেয়ার নয়



পারিবারিক সমস্যা নিয়ে কথা বলার আগে দুবার ভাবুন, যা নিয়ে বলতে চাইছেন কথা তা আদৌ সমস্য়া কি না সেটাও বুঝতে হবে



নিজের বেতন সহ আর্থিক বিষয় ব্যক্তিগত থাকাই ভাল, খুব প্রয়োজন না পড়লে এই বিষয়ও ভাগ করে নেওয়ার দরকার নেই



হিংসা, অবিশ্বাসকে প্রশ্রয় দেবেন না, সম্পর্কের স্বার্থে মন থেকে সন্দেহ দূরে রাখুন



অতীত টেনে আনবেন না, পুরনো সম্পর্কের প্রভাব বর্তমান সম্পর্কে পড়তে দেবেন না



কর্মক্ষেত্রে কমবেশি সবারই সমস্যা থাকে, সঙ্গীর সঙ্গে এই বিষয়ে এড়িয়ে চলাই ভাল



ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।



Thanks for Reading. UP NEXT

সকালে এই দুই খাবারে কেল্লাফতে, সব মনে থাকবে কম্পিউটারের মতো

View next story