বয়ঃসন্ধিকাল থেকেই মেয়েদের ব্রণের সমস্যা নাজেহাল করে।



তবে অনেকের আবার ব্রণর সমস্যা থেকে যায় মধ্যবয়সেও।



ব্রণ খুঁটে ফেলে ফেলা অনেকেরই স্বভাব। কিন্তু তাতে চিরস্থায়ী দাগ হয়ে যায়।



বড় ব্রণ হলে গর্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।



বিষাক্ত রক্ত বেরিয়ে ব্যথা কমে যায় ঠিকই। কিন্তু তাতে চিরস্থায়ী ক্ষত তৈরি হয়।



ব্রণ খুঁটলে রক্তপাত হয়। ক্ষত খোলা পড়ে থাকে। তাতে ধুলো লেগে ইনফেকশন হতে পারে।



ব্রণ খুঁটলে ত্বকের ভিতরে প্রদাহ বেড়ে যায়। এতে ব্রণের সঙ্গে ত্বকেরও চিরস্থায়ী ক্ষতি হয়।







বারবার ব্রণ হলে নিজে ওটা-সেটা না করে, ডার্মাটোলজিস্টের কাছে যান।



ব্রণ একেবারে শুকিয়ে গেলে, দাগের উপর লবঙ্গ তেল লাগালে দাগ দূর হতে পারে। কিন্তু মনে রাখতে হবে, যতক্ষণ ক্ষত আছে , ততক্ষণ লবঙ্গ তেল নয়।