অর্ধেক কাপ অ্যাপেল সিডার এবং জল মিশিয়ে স্প্রে হিসেবে ব্যবহার করা যেতে পারে



পায়ে দুর্গন্ধ হলে কয়েক ফোঁটা অ্যালকোহল জুতোর মধ্যে লাগিয়ে নিন, তবে সরাসরি ত্বকে ব্যবহার করবেন না



প্রচন্ড ঘাম এবং তা থেকে দুর্গন্ধ ছড়ালে ওই জামা দ্বিতীয়বার না পড়াই ভাল



গরমকালে শুধুমাত্র হালকা সুতির জামা পরতে হবে, তাতে ব্যাক্টেরিয়া বাড়তে পারে না



ঘামে ভেজা জামা কাচার আগে বেকিং সোডা এবং জলে মিশিয়ে নিন



পেঁয়াজ, রসুন সহ অতিরিক্ত মশলা যুক্ত খাবার এড়িয়ে চলতে হবে



শরীর থেকে টক্সিন বের করতে পর্যাপ্ত জল পান করতে হবে, তাতে দুর্গন্ধ দূর হয়



বেকিং সোডা এবং পাতিলেবু মিশিয়ে যেসব জায়গায় দুর্গন্ধ হচ্ছে, সেখানে মাখতে পারেন তারপর স্নান করে নিন



বাড়িতে বানানো গোলাপ জল স্প্রে বোতলে রেখে মাঝেমধ্যে তা ব্যবহার করা যেতে পারে



এসেন্সিয়াল ওয়েলের সঙ্গে অ্যালোভেরা জেল মেখে নিন, তাতে দুর্গন্ধ দূর হবে