Image Source: Freepik

তীব্র রোদ থেকে বাঁচতে এখন ছাতা ব্যবহার না করলেই নয়।

Image Source: Freepik

প্রত্যেকেই নিজের পছন্দ অনুযায়ী ছাতা কিনতে ভালবাসেন।

Image Source: Freepik

তাই ছাতাও নানারকম রঙের হয়।

Image Source: Freepik

কিন্তু কালো রঙের ছাতা রোদের থেকে সবচেয়ে বেশি মুক্তি দেয়।

Image Source: Freepik

কারণ কালো রং বেশিরভাগ তরঙ্গ শোষণ করে নেয়।‌

Image Source: Freepik

ফলে সূর্যের ইউভি রশ্মি দ্রুত শোষণ করে।

Image Source: Freepik

অন্যদিকে সাদা বা হালকা রঙের ছাতা বেশি তাপ শোষণ করতে পারে না।

Image Source: Freepik

বরং তাপ বেশি বিকিরিত করে।

Image Source: Freepik

এতে রোদের উত্তাপে বেশি অস্থির লাগে। শরীর খারাপ হওয়ার আশঙ্কা থাকে।

Image Source: Freepik

ডিসক্লেইমার: এই দাবি পরামর্শস্বরূপ। মেনে চলার আগে সরাসরি বিশেষজ্ঞের মত নিন।