অ্যালোভেরা প্রাকৃতিকভাবে ঠান্ডা, এতে আছে প্রদাহ বিরোধী এবং অ্যান্টিসেপ্টিক উপাদান



গরম থেকে ফিরে অ্যালোভেরা জেল মাখতে হবে, কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন



যেসব জায়গায় ব়্যাশ হয়েছে যেসব জায়গায় বরফ বা ঠান্ডা জলে কাপড় ভিজিয়ে দিতে হবে



তবে খেয়াল রাখতে হবে সরাসরি ঠান্ডা ব়্যাশের উপর যেন না দেওয়া হয়



ব়্যাশ কমাতে ঠান্ডা জলে স্নান করতে হবে, তাতে চুলকানি কমবে



খুব হালকা কোনও স্ক্রাবার ব্যবহার করা যেতে পারে স্নানের সময়



ব়্যাশ কমাতে চন্দনের সঙ্গে জল মিশিয়ে সংশ্লিষ্ট জায়গায় লাগিয়ে রাখুন



অনেক সময় ব়্যাশের জায়গায় ব্যথাও হয় তাই হালকা পোশাক পরতে হবে



রোদে বেরোনোর সময় স্নানগ্লাস, ছাতা, সানস্ক্রিন ব্যবহারের সঙ্গে পরতে হবে হালকা রঙের পোশাক



কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় পদ্ধতি ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।