ঘি খাওয়া স্বাস্থ্যের পক্ষে যথেষ্ট ভাল। রোজই খেতে পারেন ঘি। তবে খুব স্বল্প পরিমাণে। বেশি খেলে বাড়বে বিপদ।

Published by: ABP Ananda

রোজ সকালে হাল্কা গরম জলে সামান্য ঘি মিশিয়ে খেতে পারলে পাবেন অনেক উপকার।

Published by: ABP Ananda

ঈষদুষ্ণ জলে সামান্য ঘি মিশিয়ে রোজ সকালে খেতে পারলে আপনার হজমশক্তি আরও ভাল হবে। খাবার ভালভাবে হজম হবে।

Published by: ABP Ananda

আর খাবার ভালভাবে হজম হলে গ্যাস, অ্যাসিডিটি, পেটের সমস্যা এগুলি থেকে দূরে থাকবেন আপনি।

Published by: ABP Ananda

রোজ সকালে হাল্কা গরম জলে অল্প একটু ঘি মিশিয়ে খেতে পারলে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে।

Published by: ABP Ananda

ইমিউনিটি বাড়লে আপনি সহজে অসুস্থ হবেন না। সংক্রমণ থেকে দূরে থাকবেন। ঘনঘন অসুস্থ হওয়ার সমস্যা কমবে।

Published by: ABP Ananda

ঘি খেলে ভাল থাকবে অন্ত্রের স্বাস্থ্য। গরম হলে ঘি মিশিয়ে খেলে তা বডি ডিটক্সিফিকেশনেরও কাজ করে।

Published by: ABP Ananda

শরীরে জমে থাকা যাবতীয় দূষিত পদার্থ বের করে আনবে ঈষদুষ্ণ গরম জলে সামান্য ঘি মেশানো পানীয়।

Published by: ABP Ananda

ওজন কমাতেও সাহায্য করবে এই পানীয়। কারণ ঘি আমাদের শরীরে মেটাবলিজম রেট বৃদ্ধি করে। ফলে ওজন নিয়ন্ত্রণে থাকে।

Published by: ABP Ananda

হাড়ের গঠন মজবুত করবে ঘি মেশানো গরম জল। এছাড়াও এই পানীয় বজায় রাখবে ত্বকের জেল্লা।

Published by: ABP Ananda